অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে সম্ভব সব পদক্ষেপ নেয়া হয়েছে-প্রেসিডেন্ট বারাক ওবামা


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা থ্যাংকস গিভিং এর ছুটিতে কোন ধরনের সন্ত্রাসী হামলার আশংকা নেই বলে আমেরিকানদের আশ্বাস্থ করেছেন।

জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক শেষে আমেরিকানদের উদ্দেশ্যে ছয় মিনিটের এক বিবৃতিতে বারাক ওবামা বলেন- “থ্যাংকস গিভিং এর ছুটিতে যাবার প্রাক্কালে আমি আমেরিকানদের জানাতে চাই যে, যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে সম্ভব সবধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। আমরা জানি এই মুহুর্তে দেশে চক্রান্তের কোন সুনির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য নেই। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসদমন, সেনাবাহিনী, গোয়েন্দা ও আইন প্রয়োগকারী কর্মকর্তারা প্রতিনিয়ত দেশে ও বিদেশে থাকা হুমকি গুলো পর্যবেক্ষণ করছেন।“

তিনি বলেন- থ্যাংকস গিভিং এর সময় সুনির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্য হুমকি পেলে তা জনগনকে জানানো হবে। আমরা মনে করি, যারা বিভিন্ন কাজে বাইরে যাচ্ছেন, তা তাদের সতর্ক থাকতে সাহায্য করবে।
এসময় তাঁর সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জে জনসন, এফবিআই পরিচালক জেমস খোমি এবং অ্যাটর্নি জেনারেল লরেটা লিঞ্চ উপস্থিত ছিলেন।

XS
SM
MD
LG