অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যাম্বোডিয়ায় আসিয়ান-এশিয় শীর্ষ আলোচনায় প্রেসিডেন্ট ওবামা


প্রেসিডেণ্ট ওবামা যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে সাধুবাদ জানিয়ে বলেছেন – এ সম্পর্ক পারস্পরিক সহযোগিতা ও গঠনাত্মক সম্পর্ক । দক্ষিন পূর্ব এশিয়ায় তাঁর সফরের সমাপনী লগ্নে তিনি এ কথা বলেন । ক্যাম্বোডিয়ার রাজধানী পনমপেনে আঞ্চলিক শীর্ষ বৈঠক চলাকালেই পৃথক আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওকে মি,ওবামা বলেন –বিশ্ব অর্থনীতির জন্যে মঙ্গলময় হবে এ লক্ষে ওয়াশিংটন ও বেজিংয়ের একযোগে কাজ করতে হবে ।
বিশ্বের সবচেয়ে বড়ো দু’ই অর্থনীতির দেশ হিসেবে আমাদের পথ প্রদর্শনের বিশেষ একটা দায়িত্ব রয়েছে – তা যেন টেকসই থাকে তার নিশ্চয়তা বিধানের দায় রয়েছে আমাদের – দায় রয়েছে সূসমন্বিত প্রবৃদ্ধি গঠনের – শুধু এশিয়াতেই নয় – গোটা বিশ্বজুড়েই ।
চীনের বিদায়ি প্রধামন্ত্রী ওয়েন জিয়াবাও একই মনোভাবে ব্যক্ত করেন । যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করেন তিনিও ।
মি:ওয়েনের সঙ্গে এটাই মনে হয় মি:ওবামার শেষ সরকারী বৈঠক । কেননা , বেজিংয়ে নেতৃত্ব বদলের কারনে মি:ওয়েন আর ঐ পদে থাকছেন না । প্রেসিডেণ্ট ওবামা মঙ্গলবারেই জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন ।
XS
SM
MD
LG