অ্যাকসেসিবিলিটি লিংক

আন্ত প্রশান্ত মহাসাগরীয় শরিকানা বানিজ্য চুক্তি বিষয়ে মতৈক্য


যুক্তরাষ্ট্র, জাপান এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকার আরও ১০টি দেশ সোমবার ব্যাপক অবাধ বানিজ্য চুক্তি বিষয়ে মতৈক্যে পৌছোয়। ওই চুক্তি বানিজ্যে বাধা হ্রাস করবে এবং বিশ্বের অর্থনীতির ৪০ শতাংশের বানিজ্যিক নীতি মালা নির্ধারণ করবে।

আন্ত প্রশান্ত মহাসাগরীয় শরিকানা বানিজ্য চুক্তি যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের অ্যাটলান্টায় সম্পন্ন হয়। ৭ বছর ধরে আলোচনা হচ্ছে। যে সব বিষয়ে বানিজ্যিক বাধা নিয়ে আলোচনা হয় তার মধ্যে আছে, কৃষি জাত পন্য, নতুন গাড়ি, ঔষুধ এবং অন্যান্য বহু পন্য দ্রব্য।

কর্মকর্তারা সোমবার পরে চুক্তির বিষয়ে ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

XS
SM
MD
LG