অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের মিযরী রাজ্যের শহর ফার্গুসানে প্রতিবাদি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে রাতভর


যুক্তরাষ্ট্রের মিযরী রাজ্যের শহর ফার্গুসানে প্রতিবাদি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে রাতভর-উত্তেজনা বিরাজ করেছে,শ্বেতাঙ্গ এক পুলিশের হাতে নিরস্ত্র এক কৃষ্নাঙ্গ কিশোরের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে।

ফার্গুসানের রাস্তায় রাস্তায় পুলিশ স্টান গ্রেনেড ছুঁড়েছে-ছুঁড়েছে টিয়ার গ্যাস- কিন্তু গুলি চালায়নি মোটে।জনজটলার ভেতর থেকেই ছোঁড়া গুলির আঘাতে দু’জন জখম হয়েছে বলে শোনা গিয়েছে।জটলা ভাঙ্গার পুলিশি নির্দেশে কান দেয়নি অনেকেই-এবং ৩১জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ বলেছে-প্রতিবাদিদের অধিকাংশই ছিলো শান্ত-সুস্থির,তবে-সামান্য ক’জনের কারণে প্রতিবাদ বিক্ষুদ্ধ হয়েছে।আশেপাশে ন্যাশনাল গার্ড সেনাদের দেখা গিয়েছে- পুলিশ বাহিনির শক্তি বৃদ্ধি করতে তারা ওখানটায় গিয়ে পৌঁছোয় সোমবারে-নয় আগস্ট ঐ অস্টাদশ বর্ষীয় কৃষ্নাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন নিহত হবার বেশ ক’দিন পর।

XS
SM
MD
LG