অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাউন নিহতের ঘটনা নিয়ে এ্যাটর্ণী জেনারেল অবাধ-নিরপেক্ষ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন ফার্গুসনের মানুষদেরকে


যুক্তরাষ্ট্রের এ্যাটর্নী জেনারেল এরিক হোল্ডার বুধবার যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলবর্তি মিযরী রাজ্যের ফার্গুসান শহর যাবেন বলে মনস্থ করেছেন-ওখানেই শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মির গুলিতে নিরস্ত্র এক কৃষ্নাঙ্গ কিশোর নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সহিংস প্রতিবাদ বিক্ষোভ দেখা দেয়।

এ্যাটর্ণী জেনারেল হোল্ডারের এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে দেখা করার-কথা বলার কথা-আগস্টের ন’ তারিখে গুলির আঘাতে অস্টাদশ বর্ষিয় মাইকেল ব্রাউনের নিহত হওয়ার ঘটনা নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI তদন্তকারিদের সঙ্গে ও নাগরীক অধিকার সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনা করার কথা। ব্রাউন নিহতের ঘটনা নিয়ে হোল্ডার পরিপুর্ণ-অবাধ- নিরপেক্ষ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন ফার্গুসনের মানুষদেরকে।

বুধবারেই,ঘটনা সম্পর্কে সাক্ষি সাবুদের শুনানী শুরু হবার কথা গ্র্যান্ড জুরী তদন্তের তরফে।ইতিমধ্যে,ব্রাউনকে গুলি করেছিলেন যে পুলিশ কর্মি ড্যারেন উইলসান, তাঁকে ছুটিতে পাঠানো হয়েছিলো এবং তিনি এখন গা ঢাকা দিয়েছেন- ব্রাউন পরিবারের পক্ষ থেকে তাঁর গ্রেফতারির দাবি জানানো হচ্ছে।

XS
SM
MD
LG