অ্যাকসেসিবিলিটি লিংক

ইবোলা সংক্রমণ রোধে যুক্তরাষ্ট্রের বিমান বন্দরে নিবীড় পরীক্ষা কর্মসূচী চালু


সম্ভাব্য ইবোলা সংক্রমণ রোধে যুক্তরাষ্ট্র এই প্রথম নিজ দেশের বিমান বন্দরে Screening Program বা নিবীড় পরীক্ষা কর্মসূচী চালূ করেছে।

নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরে আজ থেকে সেই সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হচেছ যারা গিনি , লাইবেরিয়া কিংবা সিয়েরা লিওন থেকে নিউ ইয়র্ক সিটিতে এসে পৌছুচ্ছেন। এই তিনটি দেশই ইবোলা সংক্রমণের স্বীকার হয়েছে। সেখানে স্বাস্থ্যকর্মীরা , যাত্রীদের জ্বর এবং অ্ন্যান্য লক্ষণ জানার জন্যে তাদের কিছু প্রশ্নমালা দেবেন এবং দূরবর্তী থার্মোমিটারের মাধ্যমে তাদের দেহের তাপমাত্রা গ্রহণ করবেন।

আগামি সপ্তা যুক্তরাষ্ট্রের যে সব বিমান বন্দরে এই স্বাস্থ্য পরীক্ষা চালানো হবে সেগুলো হলো নিউ আর্ক , নিউ জার্সি , ওয়াশিংটন ডিসি , শিকাগো , ইলিনয় , এবং অ্যাটলান্টা । সব মিলিয়ে এই ৫ টি বিমান বন্দর দিয়ে ঐ সব দূর্গত আফ্রিকি দেশ থেকে ৯০ শতাংশ লোক যুক্তরাষ্ট্রে প্রবেশ করে।

গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় যে ইবোলা রোগে মৃতের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে চার হাজারএ।

জাতিসংঘের ঐ সংস্থাটি জানিয়েছে যে সাতটি দেশে মোট ৮৪০০ জনের এই রোগে আক্রান্ত হবার খবর পাওয়া গেছে এবং এই মহামারিতে এ পর্যন্ত চার হাজার তেত্রিশজন মারা গেছে।

XS
SM
MD
LG