অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সৈন্যদের আফগান আইন থেকে অব্যাহতি প্রসঙ্গে কারজাই


আফগানিস্তানের প্রেসিডেন্ট বলছেন যে ২০১৪ সালের পর যুক্তরাষ্ট্রের যে সব সৈন্য আফগানিস্তানে অবস্থান করবে তাদেরকে আফগান আইনের আওতায় বিচার থেকে অব্যাহতি দেওয়া হবে কী না , সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে দেশের বয়োজেষ্ঠ্যদের একটি বৈঠক ডাকা উচিৎ। আজ সোমবার কাবুলে হামিদ কারজাই বলেন যে আইন থেকে অব্যাহতির এই বিষয়ে আফগান সরকার নয় , আফগান জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। আফগান নেতা বলেছেন যে বয়োজেষ্ঠ্যদের জাতীয় পরিষদ বা লোয়া জির্গার এক অধিবেশন আহ্বান করে আমেরিকান সৈন্যদের আইন থেকে অব্যাহতি প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।

গত সপ্তায় হোয়াইট হাউজে মি কারজাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করেছেন। । মি ওবামা হুশিয়ার করে দেন যে ২০১৪ সালে নেটো বাহিনীর আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের পর সেখানে কোন আমেরিকান সৈন্য অবস্থান করবে না যদি না তাদেরকে স্থানীয় আদালতে বিচার থেকে অব্যাহতি দেওয়া হয়।

মি কারজাই আজ বলেন যে এই অব্যাহতি সম্পর্কে সমঝোতায় পৌছুতে আট থেকে নয় মাস সময় লেগে যেতে পারে।
XS
SM
MD
LG