যুক্তরাষ্ট্র আমেরিকানদের জন্য বিশ্বব্যাপী সফর সংক্রান্ত সতর্ক বার্তা জারী করেছে। সেখানে আল কাইদা সংক্রান্ত হুমকীর কথা বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বলেছে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় সন্ত্রাসী আক্রমণের সম্ভাবনা বেশি।
পররাষ্ট্র মন্ত্রণালয় আর বলেছে আল কাইদা এবং এর সংগে সংশ্লিষ্ঠ দলগুলো এখন থেকে আগষ্ট মাসের শেষ পর্যন্ত যে কোন সময়ের মধ্যে আক্রমণ চালাতে পারে।
আমেরিকা বিশ্বব্যাপী তাদের বেশ কয়েকটি দূতাবাস এবং কন্সুলেট নিরাপত্তার কারণে রবিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দিষ্ট করে বলেনি কি ধরণের হুমকী রয়েছে। তবে একটি বিবৃতিতে বলা হয়েছে যেসব দূতাবাস এবং কন্সুলেট সাধারণত রবিবার খোলা থাকে যেগুলো ঐদিন বন্ধ থাকবে।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দুতাবাসও বন্ধ থাকবে। এ সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম বিস্তারিত জানাচ্ছেন----