অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ এখনো জঙ্গী ঝুঁকিমুক্ত নয়: মার্শা বার্নিকাট


ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশ জঙ্গীবাদের বিরুদ্ধে নানা প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। তবে বাংলাদেশ এখনো জঙ্গী ঝুঁকিমুক্ত নয়।

রাষ্ট্রদূত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। রাষ্ট্রদূত জঙ্গীবাদ দমনে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার উপরও গুরুত্বারোপ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গীবাদের হুমকি আছে তবে তা মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত।
বৈঠক সূত্র জানায়, জঙ্গীবাদ সংক্রান্ত তথ্য আদান-প্রদানের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

এদিকে, সোমবার শেরপুরে যে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে তা ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বলেও ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:35 0:00

XS
SM
MD
LG