অ্যাকসেসিবিলিটি লিংক

অাসছে ম্যালেরিয়া প্রতিরোধের ভ্যাক্সিন


ম্যালেরিয়ার সম্ভাব্য নতুন এক ভ্যাক্সিনের প্রতি সবুজ সংকেত দিয়েছেন ইউরোপের নিয়ন্ত্রকেরা, যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর ছাড়পত্র প্রদান ও মূল্যায়নের পথ সুগম হয়।

ইউরোপীয়ন মেডিসিন এজেন্সী শুক্রবার বলেছে মসকুইরিক্স বা RTS,S নামের ঐ ভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে মিশ্র ফলাফল দেখা গেলও এর লাইসেন্স বাচ্চাদের ভ্যাক্সিন হিসাবে দেয়া হবে।

PATH Malaria Vaccine Initiative এর সঙ্গে যৌথভাবে আবিস্কৃত ও Bill and Melinda Gates Foundation এর সহায়তায়, গ্লাক্সোস্মিথক্লাইন কোম্পানীর ওই ভ্যাক্সিনটিই হতে পারে ম্যালেরিয়া প্রতিরোধে প্রথম ভ্যাক্সিন।

মশাবাহিত রোগ যাতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে বছরে ৫ লক্ষ ৮৪ হাজার মানুষ মারা যায়, সেটি প্রতিরোধ করাই মূলত এই ভ্যাক্সিনের মূল লক্ষ্য। জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ম্যালেরিয়ায় আক্রান্তদের ৭৫ শতাংশই হচ্ছে শিশু এবং তাদের অধিকাংশই আফ্রিকায়।

XS
SM
MD
LG