অ্যাকসেসিবিলিটি লিংক

সাইপ্রাসের করবৃদ্ধির প্রতিক্রিয়ায় বিশ্ব শেয়ার বাজারের মূল্য পতন


ছোট্ট রাষ্ট্র সাইপ্রাসের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ার প্রতিক্রিয়া হিসেবে বিশ্বের শেয়ার বাজারের মূল্য পতন ঘটেছে। এই পুনরুদ্ধার প্রক্রিয়ার মধ্যে রয়েছে এই প্রথম ব্যাঙ্কের আমানতের উপর কর ধার্য করা এবং এর ফলে বিনিয়োগকারীরা ক্ষুব্ধ হয়েছেন।

এশিয়ায় শেয়ার বাজারের দাম ২ শতাংশ কিংবা তার ও বেশি হ্রাস পেয়েছে এবং ইউরোপীয় ও যুক্তরাষ্ট্রের সূচক আর একটু কম হ্রাস পেয়েছে।

এ দিকে ভুমধ্যসাগরীয় দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসকে দেউলিয়া হওয়া থেকে রক্ষার জন্যে আন্তর্জাতিক দাতারা যে ১৩০০ কোটি ডলার দিচ্ছে তার কারণে সাইপ্রাস তার ব্যাঙ্কের আমানতের ওপর আরোপিত কর ঢেলে সাজাচ্ছে।

সেখানকার কর্মকর্তারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের কর বাতিল কিংবা হ্রাস করার জন্যে আর বড় বড় বিনিয়োগকারীদের কর বৃদ্ধির ব্যাপারে দাতাদের সঙ্গে কাজ করে যাচ্ছেন । সাইপ্রাসের সংসদ , এক নাগাড়ে এই দ্বিতীয় দিনের মতো নতুন পরিকল্পনার ব্যাপারে ভোট গ্রহণ স্থগিত করেছে এবং এটি মঙ্গলবার অনুষ্টিত হবে বলে জানিয়েছে। একজন অর্থনৈতিক বিশ্লেষক রবার্ট হাভার বলেছেন
যে সাইপ্রাসে যা করা হয়েছে সেটা পরীক্ষামূলক।


সেখানকার ব্যাঙ্ক আজ ছুটির কারণে বন্ধ ছিল এবং ব্যাঙ্কের জমা তুলে নেবার আশংকায় মঙ্গলবার ও ব্যাঙ্ক বন্ধ থাকবে।
XS
SM
MD
LG