অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে সংঘর্ষ


রোববার ইয়েমেনে একটি বিশৃংখল গোলযোগপূর্ণ দিন অতিবাহিত হয়। রোববার রাতে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের মধ্য দিয়ে সেই অরাজকতার অবসান হয়।

একটি লিখিত বিবৃতিতে, ইয়েমেনের সরকার বলেছে, প্রেসিডেণ্ট আবদ্রাবাহ মান্সুর হাদি বিরোধী শিয়া দল আনসারুল্লাহ ও প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সানার প্রেসিডেণ্ট ভবনে একটি চুক্তি সই করেছেন।

এই চুক্তিতে তাতক্ষণিক অস্ত্রবিরতি, সরকারের স্বচ্ছতা এবং অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্কারের কথা বলা হয়েছে।

গত মাসে, শিয়া হুথি আয়োজিত বিক্ষোভ, বুলেট সংঘর্ষের রূপ নেয়। এবং রাতভর রাজধানীতে গোলা ফেলা হয়। ইয়েমেনি কর্মকর্তারা অনুমান করছেন, এই সংঘর্ষে ১০০রো বেশি মানুষ প্রাণ হারিয়েছে। দলটি আরও রাজনৈতিক অন্তর্ভূক্তির দাবী জানিয়ে আসছিল।

XS
SM
MD
LG