অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেন প্রসঙ্গঃ ডঃ সাঈদ ইফতিখার আহমেদের সাক্ষাতকার


আজ দ্বিতীয় দিনের মতো ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি জঙ্গি বিমান অভিযান চালাচ্ছে। শিয়া পন্থি এই বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সহ অধিকাংশ এলাকাই দখল করেছে এবং প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদিকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ইয়েমেনের এই পরিস্থিতি এবং সৌদি অভিযান এবং এর আঞ্চলিক প্রভাব সম্পর্কে আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির School of Security and Global Studies এর Adjunct Faculty ডঃ সাঈদ ইফতিখার আহমেদের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন , আনিস আহমেদ। সাইদ ইফতিখার আহমেদ বলেন যে গোড়াতে ইয়েমেন সমস্যা অভ্যন্তরীণ একটি সমস্যা হলেও , পরে সেটি আঞ্চলিক রূপ নিয়েছে। ইয়েমেনের সমস্যাকে তিনি জটিল এবং বহু মাত্রিক সমস্যা বলে আখ্যায়িত করেন। তিনি এ প্রসঙ্গে ইয়েমেনের দারিদ্রের কথা বলেন , বলেন এক সময়কার উত্তর ও দক্ষিণ ইয়েমেনের মধ্যে বিভাজনের কথাও।

ভয়েস অফ আমেরিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ড আহমেদ বলেন যে ইয়েমেনের সমস্যা আসলে একটি সরলরৈখিক সমস্যা নয়। সি আই এ ‘র সাবেক কর্মকর্তা William D Murray ‘র সঙ্গে তিনি অনেকটাই একমত যে আল ক্বায়দার ব্যাপারে অধিকতর গুরুত্ব দেওয়ায় ইয়েমেনের অন্যান্য সমস্যার দিকে আলোক পাত করা হয়নি। তবে সাঈদ ইফতিখার আহমেদ এ কথা ও বলেন যে এই লড়াইয়ে হুথিরা পরাজিত হলে আল ক্বায়দা এর সুফল ভোগ করতে পারে । তিনি বলেন বিশ্ব এখন এক ধরণের সমস্যায় আছে যে তারা আল ক্বায়দার পরিবর্তে হুথিকে সমর্থন করবে না কি হুথির বিপক্ষে আল ক্বায়দাকে। দুটোর কোনটাই গ্রহণযোগ্য নয় কিন্তু বিকল্পটাই বা কি সেটা এখনও পরিস্কার নয়।

please wait

No media source currently available

0:00 0:04:55 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG