অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের ২৭টি রাজ্যের গভর্ণর সিরিয়ার শরনার্থীদরেকে এদেশে আসার বিষয়ে অসম্মতি জানিয়েছেন


সিএনএন এর রিপোর্ট অনুসারে যুক্তরাষ্ট্রের ২৭টি রাজ্যের গভর্ণরেরা সিরিয়ার শরনার্থীদরেকে এদেশে আসার বিষয়ে অসম্মতি জানিয়েছেন। লুইজিয়ানা গভর্ণর ববি জিন্দাল হোয়াইট হাউজকে আরো তথ্য জোগাড় করতে বলেছেন। তিনি বলেছেন প্যরিসবাসীরা যে ভয়ংকর পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে আশা করি তার পুনরাবৃত্তি এখানে হবেনা। ওহাইও গভর্ণর জন ক্যাসিক প্যারিস আক্রমনের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রর শরনার্থী প্রবেশের বিরোধীতা করেছেন। ওয়াশিংটন পোষ্টের রিপোর্ট বলা হয়েছে সেনেটর টেড ক্রুজ এমন পরিকল্পনা ঘোষণা করছেন যার কারণে সিরিয়ার মুসলমানেরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। ক্রুজের পরিকল্পনা অনুযায়ী খ্রীষ্টান শরনার্থীদেরকে আসতে দেয়া হবে। যুক্তরাষ্ট্রের ডেমোক্রটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী ভারমন্ট সেনেটর বার্নি স্যান্ডার্স রবিবার জাতির সামনে উপস্থিত হয়ে বলেছেন তিনি সিরিয়ান শরনার্থীদরেকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়ার পক্ষে এবং প্যারিস হামলা ও সন্ত্রাসবাদের সঙ্গে জলবায়ু পরিবর্তন বিষয়টি সম্পৃক্ত। স্যান্ডার্স বলেন অভিবাসি হবার জন্যে মানুষের সম্পদ ও সামর্থ্যের অভাবের কারনে আন্তর্জতিক সংঘাত সংঘঠিত হয়।

XS
SM
MD
LG