অ্যাকসেসিবিলিটি লিংক

পরিবারের সামর্থ্য না থাকলেও ছোট-খাটো ব্যবসা করে লেখাপড়ার খরচ বহন করছে নবী হোসেন।


‘নবী হোসেন’। বয়স মাত্র ১৩-১৪ বছর। একজন শিক্ষার্থী। পড়ে অষ্টম শ্রনীতে। তার লেখাপড়ার খরচ চালানোর মত আর্থিক সামর্থ্য তার পরিবারের নেই। তাই বলে কি তার পড়াশুনা বন্ধ হয়ে যাবে? না, লেখাপড়া শিখে অন্য একজন স্বচ্ছল পরিবারের সন্তানের মতই সে শিক্ষিত হতে চায়। তাই পরিবারের সামর্থ্য না থাকলেও ছোট-খাটো ব্যবসা করে অর্জিত আয় দিয়ে নিজের লেখাপড়ার খরচ নিজেই বহন করে। এমনকি পরিবারের খরচের কিছু অংশ সে বহন করে বলে জানায়। নবী হোসেনের এই সাহসী উদ্যোগ দেখে অনেক কিশোর-ই অনুপ্রানিত হয়ে সামনে এগিয়ে আসতে পারে এটাই প্রত্যাশা তার।

XS
SM
MD
LG