অ্যাকসেসিবিলিটি লিংক

‘সুধাকণ্ঠ’ ভূপেন হাজারিকা স্মরণে একটি বিশেষ সাক্ষাৎকার


Bhupen
Bhupen
‘সুধাকণ্ঠ’ ভূপেন হাজারিকা স্মরণে একটি বিশেষ সাক্ষাৎকার
please wait

No media source currently available

0:00 0:12:23 0:00


কোনো কোনো শিল্পী বিশেষ কোনো সময়, দেশ এবং ভাষাকে ছাড়িয়ে সর্বজনীন এবং সর্বকালের হয়ে ওঠেন। তেমনি এক শিল্পী ভূপেন হাজারিকা। বাংলা এবং অহমিয়া গানের ইতিহাসে এক অনন্যসাধারণ সংগীতকার। জন্ম অসমে, ১৯২৬ সালের সেপ্টেম্বর মাসে। ভারতের সর্বোচ্চ বেসামরিক সন্মান ‘ভারত রত্ন’ থেকে শুরু করে পেয়েছেন অনেক পুরষ্কার। সুধাকণ্ঠ, সুরের জাদু আর মানবতার বাণী দিয়ে জয় করেছেন কোটি কোটি শ্রোতার ভালবাসা। বিস্তীর্ণ দু’পারে, মানুষ মানুষের জন্য, আমি এক যাযাবর, গঙ্গা আমার মা, বিমূর্ত এই রাত্রি আমার, দোলা হে দোলা, শিল্পীর আরো কত গান এখনও ঘুরে বেড়ায় মানুষের মুখে মুখে! তাঁর গানের কথা, সুর আর গায়কী সহজেই অন্য সব শিল্পীর কাজ থেকে আলাদা হয়ে যায়, ভাবিয়ে তোলে শ্রোতাকে। কোটি মানুষের হাহাকার শুনেও গঙ্গার নির্লজ্জ নির্বিকার বয়ে চলার সমালোচনায় মুখর যে শিল্পী, সেই শিল্পীই গাইলেন ‘গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।

তাঁর গান নিয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন বাংলাদেশের গুণী শিল্পী বাপ্পা মজুমদার, যার জীবনের এক বড় অনুপ্রেরণা ভূপেন হাজারিকা।

সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আহসানুল হক।

XS
SM
MD
LG