অ্যাকসেসিবিলিটি লিংক

এই মুহূর্তে হাসপাতালের ভেতরে ভাইরাসের বাসা


যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের পরিস্থিতি প্রতিক্ষণে পালটাচ্ছে। মৃতের সংখ্যাটা চোখের পলকে পরিবর্তিত হচ্ছে। হাসপাতালে তিল ধারনের জায়গা নেই। দুর্ভাগ্যবশত যারা ইতিমধ্যে মারা গেছেন, তাদের দেহের ঠায় মিলছে হিমায়িত ট্রাকে। নিউ ইয়র্কে হাসপাতালগুলো অনেক আগেই তাদের ধারণ ক্ষমতা হারিয়েছে। একটি শয্যা তখনই খালি হচ্ছে যখন ঐ শয্যাতে থাকা কেউ ওপারে চলে যাচ্ছেন।

বলা হচ্ছে, এত গুরুতর পরিস্থিতি অনেকে নিজের চোখে দেখছেন, নিজের কানে শুনছেন তারপরও অনুধাবন করছেন না তেমন করে কেননা তারা এখনো অযথা বাড়ির বাইরে বের হচ্ছেন। বিভিন্ন রাজ্য কঠোর পদক্ষেপ নেয়ার পরেও অনেকে বিভিন্ন অজুহাতে বাইরে বের হচ্ছেন।

এই মুহূর্তে হাসপাতালের ভেতরে ভাইরাসের বাসা
please wait

No media source currently available

0:00 0:07:37 0:00

নিউ ইয়র্কের কনি আইল্যান্ড হসপিটালের ডঃ মুহাম্মদ জামান জানান কেন মানুষদের বাড়িতে থাকার অনুরোধ করা হচ্ছে। কারো জ্বর গলা ব্যথা হলে, বলা হচ্ছে হাসপাতালে না যেতে। এর কারণ, এই মুহূর্তে হাসপাতালগুলোতে বাসা বেধেছে করোনাভাইরাস, তাই যারা জ্বর গলা ব্যথা নিয়ে যেতে চাইছেন হাসপাতালে তারা যদি আগে থেকে করোনাভাইরাসে সংক্রমিত না হয়ে থাকেন, হাসপাতালে গিয়ে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছেন তারা।

XS
SM
MD
LG