অ্যাকসেসিবিলিটি লিংক

জনগণের কাছে খবর পৌঁছে দেয়ার দায়িত্ববোধ জুগিয়েছে অদম্য সাহস


'আমরা যদি খবর পৌঁছে না দেই তাহলে কে দেবে? এই করনাকালে আমাদের দায়িত্ব জনগণের কাছে তথ্য পৌঁছে দেয়া'। কথাগুলো বলছিলেন জিনিয়া কবির সুচনা। কাজ করছেন বাংলাদেশের একটি নিউজ চ্যানেলে। এ পর্যন্ত তিনি একমাত্র সংবাদকর্মী যিনি সাহসিকতা দেখিয়েছেন করোনাভাইরাসে আক্রান্তদের জন্য নিবেদিত হাসপাতাল, কুর্মিটোলার ভেতরে ঢুকে প্রতিবেদন করার।

নারীকণ্ঠের এবারের পর্বের অতিথিদের মধ্যে রয়েছেন জিনিয়া কবির সুচনা এবং মধুছন্দা চক্রবর্তী।

কলকাতার দা স্টেটসম্যানের সংবাদকর্মী মধুছন্দা জানালেন, এই করনার সময়ের মানবিক দিকটি তাকে ভাবিয়েছে। এমন একটি রোগ যা কিনা আপনজনদের দূরে সরিয়ে দেয়। আবার দুরের কেউ আপন হয়ে কাছে এসে যত্নের সঙ্গে খাবার এগিয়ে দিচ্ছেন। এমন অনেক অভিজ্ঞতা মধুছন্দার হয়েছে সংবাদ সংগ্রহ করতে গিয়ে।

জনগণের কাছে খবর পৌঁছে দেয়ার দায়িত্তবোধ দিয়েছে তাদের অদম্য সাহস
please wait

No media source currently available

0:00 0:17:09 0:00

XS
SM
MD
LG