অ্যাকসেসিবিলিটি লিংক

বাঙালী নারীদের সাফল্য শুধু দেশে নয়


নারীদের ভূমিকা শুধু ঘরে নয়। বাইরে বিভিন্ন পদে নারীরা নিজেদের প্রমাণ করেছেন তারা কতটা দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। ডঃ ফাতেমা আখতার সৌদি আরবের রিয়াদে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপনা করছেন। তিনি জানালেন সৌদি আরবে কোনো বিদেশী নাগরিককে দায়িত্বশীল পদ দেয়া হয়না। ডঃ ফাতেমা আখতারের ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়েছে। নারীকণ্ঠের এবারের আয়োজনে শুনুন ডঃ ফাতেমা আখতারের বিদেশী শিক্ষাপ্রতিষ্ঠানে অভিজ্ঞতার কথা।

ডঃ ফাতেমা আখতার বলেন, তিনি ওসাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার পর সৌদি আরবে চলে যান। প্রথমে একটি ভয় কাজ করছিল, তিনি শংকিত ছিলেন তাকে কাজের বিষয়ে স্বাধীনতা দেয়া হবে কিনা। কিন্তু কাজ করতে যেয়ে তিনি অনুভব করলেন, বাইরে থেকে সবাই সৌদি আরব সম্পর্কে যা ভাবেন তা আসলে নয়। যথেষ্ট স্বাধীনতা রয়েছে। দার আল উলুন ইউনিভার্সিটির কলেজ অফ ডেন্টিসট্রির সার্জিকাল ও ডায়াগনস্টিকস ডেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও বিভাগীয় প্রধান ডঃ ফাতেমা আখতার।

বাঙালী নারীদের সাফল্য শুধু দেশে নয়
please wait

No media source currently available

0:00 0:11:56 0:00

XS
SM
MD
LG