অ্যাকসেসিবিলিটি লিংক

চেক প্রজাতন্ত্রে আজ সমাদৃত যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট উডরো উইলসন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে সবচাইতে শিক্ষিত বলে বিবেচিত,যিনি এককালে শিক্ষকতা করেছেন, ছিলেন নিউ জার্সির গভর্নর এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ২৮তম প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এবং ১৯১৩ থেকে ১৯২১ সাল অব্দি রাজধানী ডিসি'র হোয়াইট হাউসে বসবাস করেছেন,সেই একদা বিশ্ববরেণ্য প্রেসিডেন্ট উইলসন আজ "Black Lives Matter " আন্দোলনের চুল-চেরা সমালোচনা আর ধিক্কারের শিকার I

প্রথম বিশ্ব যুদ্ধের পর আন্তর্জাতিকভাবে তাঁর ভূমিকা স্বীকৃতি পেয়েছিলো I তবে তাঁর বর্ণগত বিভাজন নীতির কারণে বর্তমান বর্ণবাদী আন্দোলনের চাপে পড়ে, প্রিন্সটন ইউনিভার্সিটি তাদের পাবলিক পলিসি থেকে তাঁর নাম প্রত্যাহার করে নিয়েছে I যে ডেস্ক গভর্নর হিসাবে তিনি ব্যবহার করতেন, নিউ জার্সির গভর্নর সেই ডেস্ক ব্যবহার করবেন না বলে জানিয়েছেন I

তবে ইউরোপের চেক প্রজাতন্ত্র, যে দেশের জনগণ কোনো ধরনের বর্ণবাদে বিশ্বাসী নয়, সে দেশে প্রেসিডেন্ট উইলসন, আজও জনপ্রিয়, আজও সমাদৃত I আজও তাদের মেইন স্কয়ারে শোভা পাচ্ছে তাঁর অনুপম স্ট্যাচু,আজও তাদের প্রধান রেল স্টেশন বহন করছে তাঁর নাম "WILSONOVA "I

XS
SM
MD
LG