অ্যাকসেসিবিলিটি লিংক

আন্তর্জাতিক সমর্থন অর্জনের জন্য বিক্ষোভকারীরা হংকং বিমানবন্দরে আবার সমবেত হয়েছে


Hong Kong Protests
Hong Kong Protests

শুক্রবার হাজার হাজার বিক্ষোভকারী, হংকং এর আন্তর্জাতিক বিমানবন্দরে, দুসপ্তাহে দ্বিতীয়বারের মত সমবেত হয়েছে। স্থানীয় সরকারের বিরুদ্ধে তাদের যে লড়াই এবং একটি বিতর্কিত বহির্সমর্পন আইন প্রস্তাবের বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করাই তাদের লক্ষ্য।

বিমানবন্দরের বিশাল হল ভরে যায় “হংকংকে মুক্ত করো” ধ্বনিতে। আরও শোনা যায় ক্যান্টোনিজ ভাষায় উৎসাহ দেওয়ার ধ্বনি “তেল ঢালো” । প্রতিবাদকারীরা হলের মেঝেতে বসে থাকে তবে বিমান যাত্রীরা যাতে বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে পারে সে জন্য তারা পথ তৈরি করে দেয়।

প্রতিবাদ আন্দোলন বিষয়ে পর্যটকদের অবহিত করার জন্য প্রতিবাদকারীরা, ইংরেজীতে এবং সহজ ম্যান্ডারিন ভাষায় pamphlets, stickers এবং টোট ব্যাগ বিতরণ করে। এই আন্দোলন চলছে ১০ সপ্তাহ ধরে।

বিক্ষোভকারীরা বলেছে তিনদিন ধরে এই অবস্থান ধর্মঘট করবে।

XS
SM
MD
LG