জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়ক ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক বুধবার বলেছেন আফ্রিকার পূর্বতম অঞ্চল -- আফ্রিকার শৃঙ্গে, খরার ফলে, ব্যাপক অনাহার রোধ করার জন্য জরুরি অর্থায়নের প্রয়োজন।
মার্ক লোকক বলেন সোমালিয়া, ইথিওপিয়া এবং কিনিয়ায় মানবিক সঙ্কট এড়ানোর জন্য তিনি জাতিসংঘের জরুরি তহবিল থেকে ৪ কোটি ৫০ লক্ষ ডলার দেবেন। তিনি বলেন ২০১১ সালে সোমালিয়ায় যে রকম দুর্ভিক্ষ হয় সে রকম দুর্ভিক্ষ এড়ানোর জন্য এ বছর আরও ৭০ কোটি ডলার প্রয়োজন। ২০১১ সালে সোমালিয়ায় ৫ লক্ষ মানুষের মৃত্যু ঘটে।
বরাদ্দ তহবিল থেকে সোমালিয়াকে দেওয়া হবে ৩ কোটি ডলার, ইথিওপিয়া কে ১ কোটি ডলার এবং কিনিয়াকে ৫০ লক্ষ ডলার।