অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকান ও মেক্সিকান কর্মকর্তারা ওয়াশিংটনে অভিবাসন ও শুল্ক বিষয়ে আলোচনা শুরু করেছেন


U.S. Border Patrol agents keep watch on a large group of migrants who they say were attempting to cross the U.S.-Mexico border illegally, in El Paso, Texas, May 29, 2019.
U.S. Border Patrol agents keep watch on a large group of migrants who they say were attempting to cross the U.S.-Mexico border illegally, in El Paso, Texas, May 29, 2019.

আমেরিকান ও মেক্সিকান প্রতিনিধি দল এ সপ্তাহে ওয়াশিংটনে অভিবাসন ও শুল্ক বিষয়ে আলোচনা শুরু করেছেন। ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন মেক্সিকো যদি মধ্য আমেরিকা থেকে আগত অভিবাসন প্রত্যাশীদের সীমান্তে পৌঁছনোর বিষয়ে কোন পদক্ষেপ না নেয়, তাহলে শুল্ক বসানোর যে হুমকী তিনি দিয়েছেন তা তিনি বলবৎ করবেন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী উইলবার রস এবং মেক্সিকোর অর্থ মন্ত্রী গ্রাসিয়েলা মারকেজ সোমবার আলোচনা শুরু করেন। বুধবার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পমপেও এবং মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মারচেলো ইবরার্ড বৈঠকে বসবেন বলে কথা রয়েছে।

XS
SM
MD
LG