অ্যাকসেসিবিলিটি লিংক

আসামে নাগরিকপঞ্জির তালিকা বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না


FILE - People wait to check their names on the draft list at the National Register of Citizens (NRC) centre at a village in Nagaon district, Assam state, India, July 30, 2018.
FILE - People wait to check their names on the draft list at the National Register of Citizens (NRC) centre at a village in Nagaon district, Assam state, India, July 30, 2018.

বাংলাদেশে ভারতের হাইকমিশনার বলেছেন ভারতের আসামে নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া তালিকা থেকে যে ৪০ লাখ জনের নাম বাদ পড়েছে-তা ভারতের আসামে নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া তালিকা থেকে যে ৪০ লাখ জনের নাম বাদ পড়েছে-তা বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছে ভারত।

এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

ভারতের আসামে নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া তালিকা থেকে যে ৪০ লাখ জনের নাম বাদ পড়েছে-তা বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছে ভারত। বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্যে সাক্ষাত শেষে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। দুই দেশের মধ্যেকার যে সম্পর্ক রয়েছে, তাতে কোনো প্রভাব ফেলবে না ওই ইস্যুটি। ভারতীয় হাইকমিশনার বলেন, নাগরিকপঞ্জির খসড়া তালিকা একটি বিচার বিভাগীয় বিষয়। কে নাগরিক আর কে নাগরিক নয়, তা যাচাই-বাছাই অবশ্যই একটি রাষ্ট্রের অর্থাৎ ভারতের অভ্যন্তরীণ বিষয়। আর এ নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এই ইস্যুতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন ভারতীয় হাইকমিশনার।

XS
SM
MD
LG