অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরো সন্দেহবাদী দলগুলো ইউরোপিয়ন পার্লামেন্টের ইলেকশনে জিতেছে


ইউরো স্কেপটিক পার্টিস বা ইউরো সন্দেহবাদী দলগুলো ইউরোপিয়ন পার্লামেন্টের ইলেকশনে জিতেছে। রবিবার বৃটেন ফ্রান্স ও ইটালির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইউরো স্কেপটিক পার্টিস বা ইউরো সন্দেহবাদী দলগুলো ইউরোপিয়ন পার্লামেন্টের ইলেকশনে জিতেছে। রবিবার বৃটেন ফ্রান্স ও ইটালির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়।

২৮ সদস্যের ইউরোপিয়ন ইউনিয়নের গত ৫ বছরের নির্বাচনে এবারের ফলাফল তাদের জন্যে সবচেয়ে ভালো। ৭৫১ সদস্যের সংসদে তাদের অবস্থান ১৫৫-১৬৯ হলেও বেশ শক্ত এখন।

ইটালীর ম্যাটিউ সালভিনি’র লেগা পার্টি বেশ ভালো অবস্থানে। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর এন মার্চকে হারিয়ে মেরিন লে পেন এর বিজয়ে তাঁকে স্বাগত জানান; স্বাগত জানান বৃটেনের নাইজেল ফারাজ’কে, ব্রেক্সিট পার্টির সফলতার জন্য।

XS
SM
MD
LG