অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের ওপর নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করেছে বৃটেন


বৃটিশ পতাকার সম্বলিত তেল ট্যাংকার আটকের অভিযোগে ইরানের ওপর নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করেছে বৃটেন। ইউরোপীয়ন ইউনিয়নকেও বৃটেন ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনরায় জারি করার অনুরোধ জানাবে যা ২০১৬ সালে পারমানবিক চুক্তির কারনে ইউরোপীয়ন ইউনিয়ন তুলে নিয়েছিল।

বৃটিশ পতাকার সম্বলিত তেল ট্যাংকার আটকের অভিযোগে ইরানের ওপর নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করেছে বৃটেন। ইউরোপীয়ন ইউনিয়নকেও বৃটেন ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনরায় জারি করার অনুরোধ জানাবে যা ২০১৬ সালে পারমানবিক চুক্তির কারনে ইউরোপীয়ন ইউনিয়ন তুলে নিয়েছিল।

বৃটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’র বিরুদ্ধে অনেক আইনপ্রনেতা অভিযোগ করছেন যে তিনি ইরানকে দমন করতে আমেরিকান বাহিনীর সঙ্গে বৃটিশ ও ইউরোপীয়ন বাহিনীকে যুক্ত করে ইরানকে হুশিয়ার করার ব্যাপারে ব্যার্থ হয়েছেন।

ওদিকে আবার বলা হচ্ছে বৃটেন যদি আমেরিকার প্রস্তাবিত যৌথ নৌ-বাহিনীতে যুক্ত হয় তবে তাতে মনে হবে ইরানের ওপর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের যে শক্ত সিদ্ধান্ত তার প্রতি বৃটেনেরও সমর্থর আছে।

XS
SM
MD
LG