অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান বলেছে পারমাণবিক চুক্তি অনুযায়ী মজুদ পরিশোধিত ইউরেনিয়ামের মাত্রা তারা ছাড়িয়েছে


FILE - The heavy water nuclear facility near Arak, 150 miles (250 kilometers) southwest of the capital Tehran, Iran, Jan. 15, 2011.
FILE - The heavy water nuclear facility near Arak, 150 miles (250 kilometers) southwest of the capital Tehran, Iran, Jan. 15, 2011.

ইরান সোমবার ঘোষণা করেছে যে তারা বিশ্ব শক্তির সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী যে পরিমানে পরিশোধিত ইউরেনিয়াম মজুদ রাখতে সম্মত হয়েছিল তারা সেই মাত্রা ছাড়িয়ে গেছে।

সোমবার বিকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ আধা সরকারি সংবাদ সংস্থাকে বলেছেন, “পরিকল্পনা অনুযায়ী ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধির পরিমান তিনশ কেজি ছাড়িয়েছে।”

মনে করা হচ্ছে ইরান এই প্রথম চুক্তির একটি শর্ত লঙ্ঘন করেছে। ইরান যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সহ ৬টি বিশ্ব শক্তির সঙ্গে ওই চুক্তি করে এবং তার বিনিময়ে তেহেরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা।

গত বছর যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে প্রত্যাহার করে।

XS
SM
MD
LG