অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেটে যোগ দেয়ার দায়ে তিনজন ফরাসী নাগরিকের মৃত্যুদন্ড


ইসলামিক স্টেটে যোগ দেয়ার দায়ে তিনজন ফরাসী নাগরিককে মৃত্যুদন্ড দিয়েছে এক ইরাকী আদালত।

ইসলামিক স্টেটে যোগ দেয়ার দায়ে তিনজন ফরাসী নাগরিককে মৃত্যুদন্ড দিয়েছে এক ইরাকী আদালত।

আইএসে যোগ দেয়া তারাই প্রথম ফরাসী নাগরিক যদেরকে মৃত্যুদন্ড দেয়া হলো। সিরিয়ায় আইএস পরাজিত হওয়ার পর যে শত শত আইএস সদস্য ধরা পড়েছিল তাদের অনেকেই ছিল বিদেশী। তাদের বিচার প্রক্রিয়া চলছে। তারই ধারাবাহিকতায় ওই তিন ফরাসী আইইএসের মৃত্যূদন্ড হলো।

তারা হচ্ছে কেভিন গোনোট, লিওনার্ড লোপেজ এবং সালীম মাচৌ। ধরা পড়াদের মধ্যে মোট ১২ জন ফরাসী নাগরিক রয়েছে। তারা এখন এর বিরুদ্ধে আপীল করতে পারবে।

গত সোমবার এক ফরাসী পুরুষ ও এক জার্মান নারী আইএসের যাবজ্জীবন জেল দেয়া হয়। তারা হচ।ছে ২২ বছর বয়সী জার্মান নারী নাদিয়া রেইনার হারমান এবং ৫০ বছর বয়সী ফরাসী নামগরিক লাজেন আম্মার গুয়ৈবজ।

XS
SM
MD
LG