অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়াবা সংক্রান্ত ঘটনায় কক্সবাজারে রোহিঙ্গাদের মৃত্যুর ঘটনা বাড়ছে


ইয়াবা সংক্রান্ত ঘটনায় বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গাদের মৃত্যুর ঘটনা বাড়ছে। এক সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে ৪ রোহিঙ্গা।

ইয়াবা সংক্রান্ত ঘটনায় বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গাদের মৃত্যুর ঘটনা বাড়ছে। এক সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে ৪ রোহিঙ্গা। আজ শনিবার ভোররাতে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির গুলিতে মারা গেছে ২জন রোহিঙ্গা। গত শনিবারও ইয়াবা ব্যবসায়ী ২ জন রোহিঙ্গার গুলিবিদ্ধ লাশ করেছিল পুলিশ।

ইয়াবা বিরুদ্ধে চলমান অভিযানে বাংলাদেশের পাচারকারীরা কিছুটা দমে গেলেও রোহিঙ্গাদের কেউ কেউ সক্রিয় হয়ে উঠেছে।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান কঠোর হওয়াতে রোহিঙ্গা ইয়াবা পাচারকারীরাও কৌশলী হয়েছে বলে জানান টেকনাফস্থ বিজিবি’র ২ ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী।


নিহতদের একজন মোঃ আয়াস মিয়ানমারের মংডুর সিকদারপাড়ার বাসিন্দা এবং তারা দু’জনই বাংলাদেশে গোপনে আসা-যাওয়া করতো বলেও জানান লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী।
ইয়াবা বিরুদ্ধে চলমান অভিযানে বাংলাদেশের পাচারকারীরা কিছুটা দমে গেলেও রোহিঙ্গাদের কেউ কেউ সক্রিয় হয়ে উঠেছে বলেও জানান জনাব চৌধুরী।
ইয়াবা পাচারের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ায় রোহিঙ্গাদের নিজেদের মধ্যেও হতাহতের ঘটনা ঘটছে বলে জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ
ইয়াবার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রাখার কথা জানান বিজিবি’র ২ ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী।
সম্প্রতি ইয়াবা বিরোধী অভিযানে বাংলাদেশের বেশ কিছু ইয়াবা ব্যবসায়ীও নিহত হয়েছে।

মোয়াজ্জেম হোসাইন সাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।

XS
SM
MD
LG