অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর ও দক্ষিণ কোরিয়া, সুরক্ষিত সৈন্যমুক্ত এলাকায় উচ্চপর্যায়ের আলোচনা চালায়


সোমবার উত্তর ও দক্ষিণ কোরিয়া, সুরক্ষিত সৈন্যমুক্ত এলাকায় উচ্চপর্যায়ের আলোচনা চালায়।

সম্প্রতি পিয়ংইয়ং শীর্ষ সম্মেলনে যে সব চুক্তি হয় তা বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। ওদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই-ইন আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পুরস্কৃত করার জন্য যেহেতু তিনি তার দেশকে পরমানু মুক্ত করার প্রচেষ্টা চালিয়েছেন। প্রেসিডেন্ট মুন জাই-ইন এর দাবি সত্তেও বিশেষজ্ঞরা সতর্কতা বজায় রাখছেন যে প্রকৃত পরমানু নিরস্ত্রীকরণে কোন অগ্রগতি হয়েছে কিনা।

একীকরণ মন্ত্রী চো মিঅং গিওন দক্ষিণ কোরিয়ার ৫ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন। পানমুনজমে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানান রি সন গওয়ান। তিনি শান্তিপূর্ন একীকরণ কমিটির চেয়ারম্যান এবং উত্তর কোরিয়ার প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন।

XS
SM
MD
LG