অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে


FILE - North Korea test-fires a weapon in this undated photo released Aug. 16, 2019, by the Korean Central News Agency. Pyongyang conducted another launch Aug. 23, violating an apparent promise to U.S. President Donald Trump to refrain from such tests.
FILE - North Korea test-fires a weapon in this undated photo released Aug. 16, 2019, by the Korean Central News Agency. Pyongyang conducted another launch Aug. 23, violating an apparent promise to U.S. President Donald Trump to refrain from such tests.

উত্তর কোরিয়া আবারও ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তা তারা লঙ্ঘন করল। তারা এই প্রতিশ্রুতি দিয়েছিলো যে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শেষ হলে তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে না।

ট্রাম্প অবশ্য বলেছেন তিনি মনে করেন না যে উত্তর কোরিয়ার সর্ব সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কোন প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। তিনি বলেন স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপর কোন বাধা নিষেধ আরোপ করা হয়নি।

দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা বলছেন, ক্ষেপণাস্ত্র দুটি উত্তর কোরিয়ার হ্যামগিয়ং প্রদেশের পূর্বাঞ্চলীয় শহর সোন্দক থেকে ছোড়া হয়। এগুলো ৯৭ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠে প্রায় ৩৮০ কিলোমিটার দূর পাড়ি দিয়ে জাপান সাগরে পড়ে।

XS
SM
MD
LG