অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া সীমান্তে ট্রাম্প-কিম বৈঠক


পরমানুমুক্ত কোরিয়া গঠনের আলোচনা এগিয়ে নেয়ার লক্ষ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে উত্তর কোরিয়া সীমান্তে বৈঠক করেছেন। তিনিই যুক্তরাষ্ট্রের প্রথম দায়িত্বে থাকা প্রেসিডেন্ট যিনি উত্তর কোরিয়া সফর করলেন।

উত্তর কোরিয়ার পানমুজম সীমান্ত এলাকায় উত্তর ও দক্ষিন কোরিয়ার সেনা প্রভাবমুক্ত ঐ স্থানটিতে দুই নেতা করমর্দন শেষে দক্ষিন কোরিয়া সীমান্তে আসেন তারা।

প্রেসিডেন্ট ট্রাম্পকে কিম বলেন, “আপনার সঙ্গে আবারো দেখা হয়ে ভালো লাগছে। এই স্থানে আপনার সঙ্গে দেখা হবে কখনো ভাবিনি”।

প্রেসিডেন্ট ট্রাম্প কিমকে বলেন, “উত্তর কোরিয়ার সীমান্তে বসে কথঅ বলা একটি সম্মানের বিষয়”। তিনি কিম জং উনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রন জানান।

ঐ সাক্ষাৎ দুই মিনিটের হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কিমের ব্যক্তিগত বৈঠক হয় ৫০ মিনিট ধরে। বৈঠক শেষে তিনি বলেন পরমানু মুক্ত করা বিষয়ক আলোচনা আবারো শুরু করার জন্য তারা একমত হয়েছেন।

ট্রাম্প বলেন, “আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা আলোচনায় বসবেন, দেখা যাক কি হয়। আমরা চাই একটি সমন্বিত ও ভালো সিদ্ধান্ত আসুক”।

পরে টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প কিমের সঙ্গে বৈঠককে ‘চমৎকার’ বলে উল্লেখ করেন।

XS
SM
MD
LG