অ্যাকসেসিবিলিটি লিংক

এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি কর্পোরেশন ব্যর্থ হয়েছে


lao-mosquito-dengue-carrier
lao-mosquito-dengue-carrier

এডিস মশা নিয়ন্ত্রণে বাংলাদেশের রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশন ব্যর্থ হয়েছে বলে মঙ্গলবার মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ স্থানিয় নেতা ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

বাংলাদেশে এবারের বর্ষা মৌসুমে এডিস মশার প্রাদুর্ভাব ও ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে মার্চ মাসে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে আগাম সতর্ক করেছিল বলে সোমবার বক্তব্য দেয়ার একদিন পর মোহাম্মদ নাসিম এমন মন্তব্য করে দেশের ডেঙ্গু পরিস্থিতিকে বিপর্যয়কর বলে আখ্যা দিয়েছেন। ১৪ দলের পক্ষ থেকে ঢাকায় শিশু হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী এসকল কথা বলেছেন।

এদিকে সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য বিভাগের কর্মরতদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলে হয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে বাংলাদেশের প্রায় সর্বত্রই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। তবে এ পর্যন্ত দেশে কত মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন কিংবা মারা গেছেন তার কোন সঠিক তথ্য পাওয়া যায় নাই।

XS
SM
MD
LG