অ্যাকসেসিবিলিটি লিংক

এনআইএ-এর জালে খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের দুই মাস্টার মাইন্ড গ্রেপ্তার


পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে ফের বড়সড় সাফল্যে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে ফের বড়সড় সাফল্যে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।

রাজ্যের হুগলি জেলার আরামবাগ থেকে এনআইএ-এর জালে সংশ্লিষ্ট বিস্ফোরণকাণ্ডের দুই মাস্টার মাইন্ড গ্রেপ্তার কৌসরের ডান হাত কদর গাজি এবং বৌদ্ধগয়া বিস্ফোরণেও যুক্ত জেএমবি অপারেটিভ- ধৃত সাগরেদ হাবিবুরও।

আরামবাগের বড় ডোঙ্গল থেকে খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের দুই ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করল এনআইএ। আরামবাগ পুলিশকে সঙ্গে নিয়ে গতকাল সোমবার গভীর রাতে বড় ডোঙ্গলে হানা দেয় এনআইএ, গ্রেফতার করা হয় দুই অভিযুক্ত হাবিবুর ও কদর গাজিকে। কদর গাজি খাগড়াগড়কাণ্ডের মূল চক্রী কৌশরের ডান হাত।

অন্যদিকে হাবিবুর জেএমবির হয়ে রিক্রুটমেন্ট করত। খাগড়াগড় কাণ্ডের বিস্ফোরক কেনায় কৌশরের সঙ্গী ছিল কদর। ফান্ড কালেকশন ও অস্ত্র-বিস্ফোরক পাঠানোর দায়িত্বেও ছিল সে। এখানেই শেষ নয় বুদ্ধগয়া আইইডি ব্লাস্টেও কৌশরের সহযোগী ছিল কদর। এনআইএ-এর মতে কদর গাজি গ্রেফতার খাগড়াগড় বিস্ফোরণ কান্ডের তদন্তে বড়সড় সাফল্য।

XS
SM
MD
LG