অ্যাকসেসিবিলিটি লিংক

ওএসসিই বলেছে তুরস্কে নির্বচনী প্রচার অভিযান চালানোর পরিস্থিতি সুষম ছিল না


Turkey Elections
Turkey Elections

একটি নির্বাচন পর্যবেক্ষণ দল সোমবার বলেছে যে তুরস্কে প্রকৃত প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে তবে নির্বচনী প্রচার অভিযান চালানোর পরিস্থিতি সুষম ছিল না। রবিবার, তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান বিপুল ভোটাধিক্যে নির্বাচনে জয়লাভ করেছেন।

ইউরোপে নিরাপত্তা সহযোগিতা সংস্থা (OSCE) সোমবার এক বিবৃতিতে বলেছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট গণমাধ্যমে অনেক বেশী সুযোগ সুবিধা পেয়েছেন।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর প্রেসিডেন্ট পন্থী তাকভিম সংবাদপত্রে শিরোনাম ছিল “সুপারডোগান” এবং ইসলামপন্থী দৈনিক পত্রিকা আকিত এর শিরোনাম ছিল “প্রার্থনা, প্রচেষ্টা, গরিমা”। গণ মাধ্যমে একই ধরনের শিরোনাম দেখা যায়। এরদোয়ান ও তাঁর সমর্থকরা সরাসরি বা প্রত্যক্ষ ভাবে সংবাদ মাধ্যমের অধিকাংশ নিয়ন্ত্রণ করে।

এরদোয়ান বাহান্ন শতাংশের বেশী ভোট পান এবং তার ফলে ফিরতি নির্বাচন এড়ানো গেছে।

এরদোয়ানের সমর্থকরা দেশের সর্বত্র শহর ও নগরে আনন্দ উৎসবে যোগ দেয়।

এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী মুহাররাম ইন্সে এক বার্তায় এরদোয়ানের বিজয় স্বীকার করেন কিন্তু দাবী করেন যে নির্বাচন ছিল অন্যায্য।

XS
SM
MD
LG