কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পৃথক ঘটনায় দুইজন নিহতের খবর পাওয়া গেছে।
টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় নিহত হয়েছেন একজন রোহিঙ্গা। পুলিশ জানায়, রবিবার ভোররাতে চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পেরোহিঙ্গাদের নিজেদের মধ্যে গোলাগুলি চলাকালে নূর হাকিম নামক এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজারমর্গে পাঠিয়েছে।
এদিকে কক্সবাজারের উখিয়ায় ফোরকান আহমদ প্রকাশ কালু নামক বাংলাদেশী এক দোকান কর্মচারিকে জবাই করে হত্যার পর পালিয়েছে সহকর্মী একরোহিঙ্গা কর্মচারী।
পুলিশ জানায়, উখিয়ার কোটবাজার দক্ষিণ ষ্টেশনে একটি ডেকোরেশনের দোকানে রোহিঙ্গা এবং স্থানীয় কর্মচারীরা একসাথে কাজ করতো এবং রাতেএকসাথে ঘুমাতো।
ঘটনার দিন রবিবার ভোররাতে রোহিঙ্গা কর্মচারীটি দোকানে ঘুমিয়ে থাকা বাংলাদেশী কর্মচারীকে জবাই করে দোকানে থাকা প্রায় ৪৫ হাজার টাকা নিয়েপালিয়ে যায়।
নিহত দোকান কর্মচারি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের তেলিপাড়া এলাকার বশির আহমদের ছেলে। পালিয়ে যাওয়া রোহিঙ্গা কর্মচারির পরিচয়জানা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।