কক্সবাজার সমুদ্র সৈকতে বালি দিয়ে তৈরি হয়েছে বঙ্গবন্ধুর ২টি ভাস্কর্য। লাবণী পয়েন্টে পরম মমতায় বঙ্গবন্ধুকে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। শিল্পীদের মতে, বঙ্গবন্ধুকে নিয়ে এটি প্রথম ও সর্ববৃহৎ বালি ভাস্কর্য। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ শিল্পীদের এ যেন শৈল্পিক প্রতিবাদ।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিজয় দিবসে শত পায়রা উড়িয়ে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় বালি ভাস্কর্য। ব্র্যান্ডিং কক্সবাজারের সহযোগিতায় ব্যতিক্রমী এই আয়োজন করে স্থানীয় প্রশাসন।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে বালি ভাস্কর্য। এরপর মিশে যাবে সৈকতের বালিয়াড়িতে।
এই বালি ভাস্কর্যের মাধ্যমে দেশের প্রতি ইঞ্চি মাঠিতে বঙ্গবন্ধুর আদর্শকে বপন করে দিতে চান আয়োজকরা। মোয়াজ্জেম হোসাইন সাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।