করোনা নেগেটিভ সনদ ছাড়া বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন দেশ থেকে আগত ৩০৪ জন যাত্রীকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, গত একদিনে ২০টি ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে সাড়ে তিন হাজার যাত্রী দেশে আসেন। তাদের মধ্যে ৩০৪ জনের করোনা নেগেটিভ সনদ ছিল না। এক সপ্তাহ আগেই বলা হয়েছিল, করোনা নেগেটিভ সনদ ছাড়া বাংলাদেশে আসলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
ওদিকে স্বাস্থ্যকর্মীদের ধর্মঘটে স্বাস্থ্যব্যবস্থা চাপের মধ্যে পড়েছে। মাঠকর্মীদের ১৬ গ্রেডের কর্মীরা অবস্থার পরিবর্তন চাচ্ছেন। ৪১ বছর ধরে তারা একই গ্রেডে রয়েছেন। কর্মীদের ধর্মঘটের কারণে শিশুদের টিকাদান, মায়েদের টিকাদান, ডায়রিয়া ও নিউমোনিয়া প্রতিরোধ কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। করোনার নমুনা সংগ্রহেও এই কর্মীরা মাঠ পর্যায়ে সংযুক্ত রয়েছেন। প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারী ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৬৬ জন।ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী