অ্যাকসেসিবিলিটি লিংক

কেমন হবে বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচন


বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচন ৩০শে ডিসেম্বর। বাংলাদেশে জোরেশোরে শুরু হয়েছে নির্বাচনী তৎপরতা। বিএনপি আওয়ামী লীগ এই দুইটি বড় দলকে ঘিরেই মূলত ভোটের রাজনীতি দেশটিতে। আওয়ামী লীগ দীর্ঘ ১০ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকায়, দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি খানিকটা কোনঠাসা ছিল। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি চাঙ্গা হয়েছে উঠেছে। ছোট দলগুলো আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নিচ্ছে।

তবুও কেমন হবে নির্বাচন, এ নিয়ে জনমনে নানা প্রশ্ন। কিছুদিন আগে পর্যন্ত নির্বাচন হবে কিনা তা নিয়ে শংশয় ছিল। সে শংশয় কেটে গেছে। তারপর প্রশ্ন ছিলে নির্বাচন অংশগ্রহনমূলক হবে কিনা। সেটাও কেটে গেছে। কারন সব দল নির্বাচনে অংশ নিচ্ছে।

এখন প্রশ্ন নির্বাচন স্বচ্ছ হবে কিনা। জাতীয় ঐক্য ফ্রন্ট দাবী তুলেছে সেনা মোতায়েনের। সেটা এখনো নিশ্চিত হয়নি।

নির্বাচন কমিশনের দক্ষতা ও পক্ষপাতহীনতা নিয়েও বিরোধীপক্ষ্যের প্রশ্ন রয়েছে। পর্যবেক্ষকদেরকে এবার নিতীমালা বেধে দেয়া হয়েছে, তা কতোটা কার্যকর হবে। এর সুফল কুফল কি?

বিদেশী পর্যবেক্ষকদেরকেও কি একই নীতিমালা অনুসরন করতে হবে? গনমাধ্যমের জন্য কোনো নীতিমালা বেধে দেয়া হবে কিনা?

সামাজিক মাধ্যম নিয়ন্ত্রনের কোনো পরিকল্পনা আছে কিনা?

খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়া বা জেল থেকে ছাড়া পাঔয়ার সম্ভাবনা কতটুকু? তারেক রহমানের ভূমিকা কি?

সজীব ঔয়াজেদ জয়, শেখ রেহানা বা শেখ পরিবারের আর কেউ নির্বাচন করছেন কিনা?

আন্তর্জাতিক মহলের ভূমিকা কি? বিদেশী চাপ আছে কিনা?

বল হয় বাংলাদেশের রাজনীতিতে ভারতের কড়া দৃষ্টি থাকে; এবার ভারতের ভূমিকা কি? ভারতের আদৌ কোনো ভূমিকা আছে কি?

পাকিস্তানেরও নাকি দৃষ্টি থাকে বাংলাদেশের নির্বাচনের দিকে; কতোটা সত্য? আমেরিকা ও ইউরোপের ভূমিকা কি?

এসব প্রশ্নের উত্তর নিয়ে আজকের আলোচনায় অংশ নেন জানিপপ চেয়ারম্যান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, নিউইয়র্কের সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান, বিএনপির নোমিনেশন প্রত্যাশী তরুণ রাজনীতিক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, আওয়ামী লিগের নোমিনেশন প্রত্যাশী তরুণ রাজনীতিক এ্যাডভোকেট ইকবাল হোসেন ভূইয়া।

please wait

No media source currently available

0:00 0:42:48 0:00

XS
SM
MD
LG