অ্যাকসেসিবিলিটি লিংক

কোরিয়া উপদ্বীপকে পরমানুমুক্ত করতে চান ট্রাম্প ও আবে


উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা জাতীসংঘ নিরাপত্তা পরিষদের বিধিমালার লংঘন কিনা সেই প্রশ্নে দ্বিমত পোষণ করেছেন যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তবে কোরিয়া উপদ্বীপকে পরমানুমুক্ত করার লক্ষ্যে দুজনের দৃষ্টিভঙ্গি এক আছে।

টোকিওতে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি মনে করেন কিম জং উন ওই হয়তো পরীক্ষা করেছেন দৃষ্টি আকর্ষণ করার জন্যে আর তাতে ব্যক্তিগতভাবে তিনি বিরক্ত নন।

শিনজো আবে বলেন ওই পরীক্ষার মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিধি লংঘন করা হয়েছে। তিনি বলেন উত্তর কোরিয়া কর্তৃক জাপানী নাগরিক অপহরণের বিষয়টির নিস্পত্তির জন্য আলোচনা প্রয়োজন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের বানিজ্য ঘাটতি কমাতে চীন ও জাপনের সঙ্গে বানিজ্য চুক্তি করাটা গুরুত্বপূর্ন বিষয়। তিনি বলেন উত্তর কোরিয়া পারমানবিক কর্মসূচী পরিত্যাগ করলে সম্ভাবনাময় অর্থনৈতিক ভবিষ্যৎ অপেক্ষা করছে।

আবে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানী, ডিজিটাল ও অবকাঠামো খাতে বানিজ্য বৃদ্ধির পরামর্শকে স্বাগত জানান।

সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প জাপানের রাজপ্রাসাদে নতুন সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনিই প্রথম কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান যিনি নারুহিতে ১লা মে সম্রাট হিসাবে অভিষিক্ত হবার পর সাক্ষাৎ করলেন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবার আগে তিনি ইয়োকোসুকা নৌঘাটিতে যুক্তরাষ্ট্রের নৌসেনাদের উদ্দেশ্যে কথা বলবেন।

XS
SM
MD
LG