অ্যাকসেসিবিলিটি লিংক

ক্ষতিকর ম্যুলার রিপোর্টের বিবরণ প্রত্যাখ্যান করছেন ট্রাম্প এবং হোয়াইট হাউসের কর্মকর্তারা


FILE - U.S. President Donald Trump speaks to reporters upon his return to the White House in Washington, D.C., March 24, 2019.
FILE - U.S. President Donald Trump speaks to reporters upon his return to the White House in Washington, D.C., March 24, 2019.

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে বিশেষ কৌশুলী রবার্ট ম্যুলারের পূর্ণ রিপোর্ট প্রকাশ পেলে এটা প্রমাণিত হবে যে, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের নির্বাচনী কর্মকর্তাদের যোগাযোগ বিষয়ে প্রাথমিক যে উপসংহার টানা হয়েছিলো তার চাইতে তা বেশী ক্ষতিকর --- এ বিষয়ে যে সব রিপোর্ট প্রকাশিত হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করেন। আগে বলা হয়েছিলো যে নির্বাচনে বিজয়ে সাহায্য পাওয়ার জন্য ট্রাম্প বা তার সহকারীরা মস্কোর সঙ্গে ষড়যন্ত্র করেননি।

ট্রাম্প, Twitterএ বলেন যে রবার্ট ম্যুলারের টিমের সদস্য, যারা ট্রাম্পকে অপছন্দ করেন এবং ক্ষুব্ধ ডেমোক্রাটরা সংবাদ মাধ্যমের কাছে অবৈধ ভাবে তথ্য প্রকাশ করছে। এবং মিথ্যে সংবাদ মাধ্যম কোন সূত্র ছাড়া সংবাদ তৈরি করছে।

অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছেন গোপন তথ্য সরিয়ে শীঘ্রই তিনি রিপোর্টটি প্রকাশ করবেন।

XS
SM
MD
LG