অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীন কার্ড বিষয়ে আমেরিকার নতুন নীতি


USA Green Card Protest
USA Green Card Protest

ট্রাম্প প্রশাসনের নতুন নীতি কার্যকর হতে যাচ্ছে। ওই নীতির অধীনে যুক্তরাষ্ট্রে যে অভিবাসন প্রত্যাশীরা সরকারী সাহয্য নিয়েছে যেমন মেডিকেইড, ফুড স্ট্যাম্পস, বা আবাসনের ভাউচার, সরকার তাদের গ্রীন কার্ড দেওয়ার বিষয়ে অস্বীকৃতি জানাতে পারে।

কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী যারা গ্রীন কার্ড বা অভিবাসন চায় তাদের এটা প্রমাণ করতে হবে যে তারা সরকারের উপর নির্ভর করবে না। নতুন কিছু নিয়ম বিধি অনুযায়ী বেশ কিছু কার্যক্রমের কথা বলা হচ্ছে যার ফলে বহু অভিবাসন প্রত্যাশী গ্রীন কার্ড পাওয়ার ব্যাপারে অযোগ্য হয়ে যাবে।

সোমবার এই নতুন নিয়মবিধির কথা প্রকাশ করা হয় এবং তা অক্টোবার মাস থেকে কার্যকর হবে।

অবৈধ অভিবাসন সীমিত করার লক্ষ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে সব আগ্রাসী পদক্ষেপ নিচ্ছেন এই নতুন নিয়মবিধি তারই অন্যতম।

XS
SM
MD
LG