অ্যাকসেসিবিলিটি লিংক

চার বছরের সামরিক শাষনের পর ২০১৯ সালে থাইল্যান্ডে সাধারণ নির্বাচন


চার বছরেরও বেশিকাল সামরিক শাসনাধীনে থাকবার পর থাইল্যান্ডে এই আসছে দু’ হাজার ১৯ সালের প্রথমভাগে সাধারণ নির্বাচন হবে।

থাইল্যান্ডের নির্বাচন কমিশন আজ মঙ্গলবার ঘোষনা ক’রেছে- নির্বাচন হবে ফেব্রূযারির চব্বিশ তারিখে কমিশনের এই ঘোষনা যুগপৎ একসঙ্গেই শোনা গিয়েছে সামরিক হুনতার ঐ ঘোষনার সঙ্গে যাতে বলা হয় রাজনৈতিক প্রচার প্রচারণার ওপর থেকে বিধিনিষেধ তারা তুলে নিচ্ছেন।

সামরিক হুনতা সেই সেপ্টেম্বরেরই বিধিনিষেধ প্রশমিত করেছিলো রাজনৈতিক পার্টীগুলোর পূনর্গঠন নতুন ক’রে আবার শুরু করা অনুমতি প্রদানের মধ্যে দিয়ে। সামরিক বাহিনী ক্ষমতা দখল ক’রেছিলো দু’ হাজার চোদ্দ সালে – সামরিক অভ্যুত্থানে থাকসীন সিনাওয়াত্রা ও তাঁর ভগ্নি ইয়াংলুক যথাক্রমে গদীচ্যুত হয়েছিলেন দু’ হাজার এক ও দু’হাজার চোদ্দ সালে।

XS
SM
MD
LG