অ্যাকসেসিবিলিটি লিংক

চীন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার বানিজ্য আলোচনা বাতিল করে দিয়েছে


চীন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার বানিজ্য আলোচনা বাতিল করে দিয়েছে। চীনের পন্য সামগ্রীর ওপর নতুন প্রস্থে যুক্তরাষ্ট্রের তরফের শুল্ক আরোপের পরই এটা বাতিল হ’লো।

ওয়াল স্ট্রীট জার্নাল পত্রিকার খবরে বলা হচ্ছে- আলোচনার জন্যে চীন আসছে সপ্তাহে উপ প্রধানমন্ত্রী লিউ তৌ কে ওয়াশিংটন পাঠাবে ব’লে স্থির করেছিলো/ কিন্তু এখন তাঁর ঐ সফর বাতিল হয়ের গেলো- বাতিল হ’লো মাঝারী মাত্রার একটি প্রতিনিধিদলের ওয়াশিংটন সফরও যাদের কিনা উপ প্রধানমন্ত্রীর সফরের পর পরই ওয়াশিংটন আসবার কথা ছিলো।

এর আগে শুক্রবার হোয়াইট হাউসের পদস্থ এক কর্তাব্যক্তি বলেন – চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র, বানিজ্য আলোচনা নিয়ে কিছুটা আগ বাড়িয়ে এগিয়ে চলার কথাই ভাবছিলো। তবে, বানিজ্য বিরোধ ক্ষেত্রে অগ্রগতি দেখতে চাইলে চীনকে, অর্থপুর্ণভাবেই আলোচনার টেবিল পানে এগিয়ে আসতে হবে।

XS
SM
MD
LG