অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনা হামলার আগে আমাদের পদ্ধতিগত ব্যর্থতা


UN Logo
UN Logo

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর ২০১৭ সালে সেনা হামলার ঠিক আগে দেশটির পরিস্থিতি মোকাবিলায় পদ্ধতিগত ব্যর্থতার দায় স্বীকার করেছে জাতিসংঘ।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

বিশ্ব সংস্থার এক অভ্যন্তরীণ প্রতিবেদনে এমন বক্তব্য দিয়ে বলা হয়েছে সংকটকালে নিরাপত্তা পরিষদের সমর্থন না পাওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারন করে। সেসময় মিয়ানমারের রাখাইন রাজ্যে নৃশংস সেনা অভিযানের কারণে দেশটি থেকে সাত লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে।

২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত মিয়ানমারে জাতিসংঘের ভূমিকা নিয়ে পর্যালোচনা করতে গুয়েতেমালার সাবেক পররাষ্ট্রমন্ত্রী গার্ট রোজেন্থালকে এ বছরের শুরুতে নিয়োগ দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

রোজেন্থাল সোমবার ৩৪ পাতার একটি পর্যালোচনা প্রতিবেদন জমা দিয়েছেন যাতে বলা হয়েছে কোনও নির্দিষ্ট পরিকল্পনা না করে খাপছাড়া কৌশল অবলম্বন করায় মিয়ানমারের পরিস্থিতি মোকাবিলা করার সুযোগ হারিয়েছে জাতিসংঘ। এতে আরও বলা হয় সামগ্রিকভাবে জাতিসংঘের দায়িত্ব ছিল সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবিলা করা কিন্তু সে কাজে প্রাতিষ্ঠানিকভাবে ব্যর্থ হয়েছে সংস্থাটি ।

XS
SM
MD
LG