তিমি শিকার বিরোধী ও পরিবেশবাদীদের সঙ্গে এক দশকের যুদ্ধ শেষে জাপান বানিজ্যিক কারনে তিমি শিকার শুরু করবে আগামী বছর থেকে।
জাপানের মুখ্য সচিব ইয়োশিদে সুগা বুধবার ঘোষণা দেন ৩০শে জুন থেকে জাপান International Whaling Commission থেকে নিজেদেরকে প্রত্যাহার করছে। তার পর থেকেই তিমি শিকার শুরু হবে।
তবে তারা তাদের পানি সীমান্তেই শিকার সীমিত রাখবে।
পরিবেশবাদী গ্রুপ Greenpeace এক বিবৃতিতে International Whaling Commission থেকে জাপানের প্রত্যাহারের নিন্দা করেছে।