অ্যাকসেসিবিলিটি লিংক

জাপান, ফুকুশিমা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জ্বালানি রড অপসারণ করা শুরু করেছে


This image released by Tokyo Electric Power Co. (TEPCO) shows the operation floor above a cooling pool at Unit 3 of the Fukushima nuclear power plant in Okuma town, Fukushima prefecture, northeastern Japan, Monday, April 15, 2019. (Tokyo Electric Power Co
This image released by Tokyo Electric Power Co. (TEPCO) shows the operation floor above a cooling pool at Unit 3 of the Fukushima nuclear power plant in Okuma town, Fukushima prefecture, northeastern Japan, Monday, April 15, 2019. (Tokyo Electric Power Co

জাপানের ফুকুশিমা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক সোমবার থেকে তিনটি চুল্লি যেগুলো ২০১১ সালে গলে যায় সেগুলোর একটি থেকে জ্বালানি রড অপসারণ করা শুরু করে।

টোকিও ইলেকট্রিক পাওয়ার কম্পানি (টেপকো) থেকে বলা হয় কর্মীরা ৩ নম্বর চুল্লি, ঠান্ডা রাখার স্থান থেকে ব্যবহৃত এবং অব্যবহৃত জ্বালানি ইউনিট অপসারণ করা শুরু করে।

এই কাজ প্রায় চার বছর বিলম্বিত হয়েছে।

টেপকো অনুমান করছে চুল্লি থেকে ৫৬৬টি জ্বালানি রড অপসারণ করতে দু’বছর সময় লাগবে।

জাপানে ২০১১ সালে ভূমিকম্প এবং সুনামি আঘাতের ফলে বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়। ওই ঘটনায় ১৮ হাজার মানুষ প্রাণ হারায়।

XS
SM
MD
LG