অ্যাকসেসিবিলিটি লিংক

জিম্বাবুয়ের ক্ষমতাসীন দল, সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, পরিস্থিতি অস্থিতিশীল


Zimbabwe Protesters Harare 2
Zimbabwe Protesters Harare 2

বুধবার জিম্বাবুয়ের রাজধানী হারারেতে পুলিশ বিরোধী সমর্থকদের লক্ষ্য করে কাদানে গ্যাস ব্যবহার করে। প্রধান বিরোধী নেতা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা দেশের সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে প্রাভাবিত করতে চায়।

বিরোধী মুভমেন্ট ফর ডেমোক্রাটিক চেঞ্জ এর নেতা নেলসন চামিসা ভোট গণনার আগেই বিজয় ঘোষণা করেন। ক্ষমতাসীন দলের প্রার্থী ছিলেন প্রেসিডেন্ট এমারসন এমনানগাগওয়া।

সেনারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য হারারের রাস্তায় নেমে পড়ে।

বুধবার জিম্বাবুয়েতে নির্বাচনের যে আংশিক ফলাফল প্রকাশ করা হয় তাতে দেখা যায় ক্ষমতাসীন জানু পিএফ দল, সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

জিম্বাবুয়ে নির্বাচনী কমিশনের প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে জানু পিএফ দল ২১০ আসনের সংসদে ১০৯টি আসনে জয়লাভ করেছে। প্রধান বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্রাটিক চেঞ্জ​ পেয়েছে ৪১ টি আসন।

বাদবাকি ফলাফল পরে প্রকাশ করা হবে।

ইউরোপীয় ইউনিয়ন এর পর্যবেক্ষকরা বলেছেন ভোটারদের ভীতি প্রদর্শন করা হয়, এবং নির্বাচন কমিশন ও সংবাদ মাধ্যমের উপর জনগনের আস্থা নেই।

XS
SM
MD
LG