অ্যাকসেসিবিলিটি লিংক

জিম্বাবুয়ের নাগরিকরা মুগাবে পরবর্তী এক যুগান্তকারী নির্বাচনে ভোট দিচ্ছে


Zimbabwe Elections
Zimbabwe Elections

সোমবার জিম্বাবুয়ের নাগরিকরা এক যুগান্তকারী নির্বাচনে ভোট দিচ্ছে। অনেকে আশা করছে যে দেশের বিপর্যস্ত অর্থনীতি এবং তাদের সুনামের যে ক্ষতি হয়েছে, এই নির্বাচনের ফলে তাতে পরিবর্তন ঘটবে। সাবেক নেতা রবার্ট মুগাবে লৌহকঠিন হাতে ৩৮বছর শাসন করার পর এই নির্বাচন হচ্ছে।

Emmerson Mnangagwa Zimbabwe Elections Photo Gallery
Emmerson Mnangagwa Zimbabwe Elections Photo Gallery

প্রেসিডেন্ট পদে যে দুই প্রধান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সকালেই ভোট দিয়েছেন। তারা দুজনই বলেছেন যে তারা জয়লাভের ব্যাপারে সুনিশ্চিত। প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত প্রেসিডেন্ট এমার্সন এমনানগাওয়া ও বিরোধী নেতা নেলসন চামিসার মধ্যে। নভেম্বর মাসে মুগাবে পদত্যাগ করার পর এমনানগাওয়া ক্ষমতা হাতে নেন।

রাজধানী হারারেতে তরুন ভোটাররা বিপুল সংখ্যায় ভোট দিতে যাচ্ছে। অনেকে এত আগ্রহী যে তারা ৭টার সময় ভোটকেন্দ্রগুলো খোলার আগেই সেখানে উপস্থিত হয়।

Nelson Chamisa Votes Zimbabwe Elections
Nelson Chamisa Votes Zimbabwe Elections

মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেইঞ্জ (এমডিসি)র নেতা হচ্ছেন নেলসন চামিসা। তিনি যখন ভোট দিতে যান তরুন ভোটাররা উ্ৎফুল্ল হয়ে তাকে স্বাগত জানান।

জানু পিএফের নেতা এমনানগাওয়া হারারের বাইরে ভোট দেন।

নির্বাচন পূর্ববর্তী জনমত সমীক্ষায় চামিসার তুলনায় এমনানগাওয়া সামান্য এগিয়ে আছেন।

XS
SM
MD
LG