অ্যাকসেসিবিলিটি লিংক

জিম্বাবুয়ের বড় সংগ্রহ টপকে তৃতীয় ওয়ান ডে ম্যাচেও বাংলাদেশের জয়


জিম্বাবুয়ের হারারেতে তিন দিনের আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট সিরিজে জিম্বাবুয়েকে পরাজিত করার পর ট্রফির সঙ্গে পোজ দিচ্ছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। জুলাই ২০২১ - এপি
জিম্বাবুয়ের হারারেতে তিন দিনের আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট সিরিজে জিম্বাবুয়েকে পরাজিত করার পর ট্রফির সঙ্গে পোজ দিচ্ছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। জুলাই ২০২১ - এপি

সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের জন্য একটা জয় খুব প্রয়োজন ছিল মুখরক্ষা করার জন্য। কিন্তু বাংলাদেশের অধিনায়ক তামিমের মারকুটে শতকের সামনে তাদের আশা ভংগ হলো। পরপর তিন ম্যাচে পরাজয়ের স্বাদ মেনে নিতে হলো জিম্বাবুয়েকে। 

সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের জন্য একটা জয় খুব প্রয়োজন ছিল মুখরক্ষা করার জন্য। কিন্তু বাংলাদেশের অধিনায়ক তামিমের মারকুটে শতকের সামনে তাদের আশা ভংগ হলো। পরপর তিন ম্যাচে পরাজয়ের স্বাদ মেনে নিতে হলো জিম্বাবুয়েকে।

টসে জিতে ফিল্ড করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। জিম্বাবুয়ের শুরুটা ভালোই ছিল। উদ্বোধনী ব্যাটসম্যান চাকাভা ৯১ বলে ৮৪ রান করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। পরের দিকে রাজা এবং বার্ল যথাক্রমে ৫৭ এবং ৫৯ রান করেন। ৪৯ ওভার ৩ বলে জিম্বাবুয়ে করে ২৯৮ রান।

বাংলাদেশের দুই বোলার সাইফুদ্দীন এবং মুস্তাফিজ প্রত্যেকেই তিনটি করে উইকেট পান। মাহমুদউল্লাহ আরো দুটি এবং তাসকিন আর সাকিব একটি করে উইকেট পান।

গত কিছুদিন ধরে অধিনায়ক তামিম ইকবাল ব্যাটে ভালো রান পাচ্ছিলেন না। কিন্তু এই ম্যাচে সেই খরা কেটে যায়। ৯৭ বলে ১১২ রানের ইনিংস তার নিজের ব্যাটিং ক্যারিয়ারের দ্রুততম শতক। এর মধ্যে ছিল তিনটি ছক্কা আর আটটি চার। লিটন দাস ৩৭ বলে ৩২ রান করে শুরুতে তামিমকে সঙ্গ দেন। পরের দিকে নুরুল হাসান ৩৯ বলে ৪৫ রান করে দলের জয় নিশ্চিৎ করেন। দুই ওভার বাকি থাকতেই বাংলাদেশ ৫ উইকেটে প্রয়োজনীয় রান তুলে ফেলে।

প্লেয়ার অব দ্য ম্যাচ পুরষ্কার পান তামিম ইকবাল। ব্যাটে বলে দারুণ পারফরম্যান্সের জন্য প্লেয়ার অব দ্য সিরিজ পুরষ্কারটি পান সাকিব আল হাসান।

XS
SM
MD
LG